আপডেট: জুলাই ০২, ২০২৩
Sohojbuy.com এর এফিলিয়েট সাইট SohojAffiliates.com এ আপনাকে স্বাগতম। এখানে আপনি সহজবাই এর সাথে এফিলিয়েট মার্কেটিং এর ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় নিয়ম নীতি জানতে পারবেন। (এখানে 'আমরা' বলতে 'সহজবাই'কে বোঝানো হচ্ছে।)
যে কেউ এখানে এফিলিয়েট প্রোগ্রামে কাজ করবেন বা কাজ করার চেষ্টা করবেন ( এখানে আপনি বলতে এফিলিয়েট কে বোঝানো হচ্ছে) তাদেরকে অবশ্যই এই চুক্তিনামা মেনেই কাজ করতে হবে। আপনি এই সাইটে একাউন্ট করেছেন বা কাজ করছেন মানে আপনি এই চুক্তিনামা মেনে নিয়েছেন। তাই বিনীতভাবে আপনাকে এই চুক্তিনামা পড়তে অনুরোধ করছি। আপনি যদি এই চুক্তিনামার সাথে পুরোপুরি একমত না হোন তাহলে এখনি এফিলিয়েট প্রোগ্রামে কাজ বন্ধ করে দিন এবং এই সাইটে আর কাজ করবেন না।
১ এফিলিয়েট প্রোগ্রাম পরিচিতি:
এই এফিলিয়েট প্রোগ্রাম আপনাকে এই অনুমতি দেয় যে আপনি আপনার সাইটে, ইউটি্টুব চ্যানেলে, সোস্যাল মিডিয়ায় আপনার পোস্ট বা ভিডিও ডেসক্রিপশনে সহজবাই এর আপনার এফিলিয়েট লিংক শেয়ার করে মার্কেটিং করতে পারবেন। আপনার শেয়ার করা লিংকের মাধ্যমে যদি কোন কাস্টমার প্রডাক্ট ক্রয় করে বা কোন সেবা নেয় তাহলে আপনি কমিশন আয় করবেন যদি বিক্রি টা সফলভাবে সম্পন্ন হয়। এক্ষেত্রে আমরা আপনাকে প্রয়োজনীয় মার্কেটিং টুলস যেমন, টেক্সট, ছবি, ব্যানার, কোড, ভিডিও ইত্যাদি সরবরাহ করবো। এসব টুলস ব্যবহার করে সহজবাই ছাড়া অন্য কোন সাইটের জন্য কোনভাবেই মার্কেটিং করা যাবেনা।
২. এফিলিয়েট প্রোগ্রামের প্রয়োজনীয় শর্তাবলী:
সহজ এফিলিয়েটে কাজ শুরু এবং কমিশন আয়ের জন্য আপনাকে অবশ্যই এই চুক্তিনামা মেনে চলতে হবে।
আপনার সম্মতি যাচাইয়ের জন্য যেকোন তথ্য যদি আমাদের পক্ষ থেকে চাওয়া হয় তা প্রদান করতে হবে।
যদি আপনি এই চুক্তি ভঙ্গ করেন বা সহজবাই বা সহজ এফিলিয়েটের অন্য যেকোন চুক্তি আপনি ভঙ্গ করেন তাহলে বিনা নোটিশে আপনার একাউন্ট ডিজাবল করা বা আপনার একাউন্টের বর্তমান এবং পেন্ডিং সকল ইনকাম, পেন্ডিং উইথড্র বাতিল এবং বাজেয়াপ্ত করার ক্ষমতা সহজবাই কর্তৃপক্ষ বহন করেন। এই বিষয়টা পরিষ্কারভাবে মেনে নিয়েই আপনি সহজ এফিলিয়েটের সাথে কাজ করতে সম্মত হচ্ছেন।
৩. সহজবাই কাস্টমার
এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহনের কারনে আমাদের কাস্টমার আপনার কাস্টমার বলে বিবেচিত হবেনা। কাস্টমার অবশ্যই সহজবাই এর কাস্টমার বলে বিবেচিত হবেন।
৪. ওয়ারেন্টি বা গ্যারান্টি
ক) আপনি সহজবাই এর সাথে এই মর্মে চুক্তিবন্ধ যে, আপনি আপনার সোস্যাল প্লাটফর্ম, আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে কোন প্রডাক্টের প্রচার প্রসারে ততটুকুই তথ্য সরবরাহ করবেন যতটুকু তথ্য সহজবাই তার ওয়েব সাইটে উল্লেখ করেছে। প্রডাক্টের ওয়ারেন্টির ক্ষেত্রে ঠিক যতটুকু উল্লেখ করা হয়েছে তার বাইরে কোন তথ্য আপনি কাস্টমার দিতে পারবেন না। এমন অন্য কোন সাইটে যদি একই প্রডাক্টের ভিন্ন কোন তথ্য দেওয়া থাকে সেক্ষেও না। সহজবাই ডট কম এ কোন তথ্য ভূল থাকলে বা কোন তথ্যের খাটতি থাকলে আপনি সহজবাই কর্তৃপক্ষকে অবগত করতে পারেন, কিন্তু কোন অবস্থাতেই সহজবাই প্রদত্ত তথ্যকে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করে আপনার সাইটে, সোস্যাল প্লাটফর্মে বা আপনি ভিডিও চ্যানেলে প্রচার করতে পারবেন না। অবশ্যই আপনাকে হুবহু তথ্য নিয়ে কাজ করতে হবে।
খ) কোন এফিলিয়েট ওয়ারেন্টির দায়ভার বহন করবেনা। কোন প্রডাক্টের ওয়ারেন্টি থাকলে কাস্টমার যদি ওয়ারেন্টি সেবা নিতে চায়, কাস্টমার সেক্ষেত্রে সরাসরি সহজবাই ডট কম অথবা প্রডাক্ট প্রস্তুতকারী কোম্পানীর ( যেমন: ওয়াল্টন, ভিশন ইত্যাদী) কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবে, কোন অবস্থাতেই কোন এফিলিয়েট ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়ে নিজেকে জড়াবে না। কাস্টমার এফিলিয়েটের সাথে ওয়ারেন্টি বিষয়ে যোগাযোগ করলে অবশ্যই সরাসরি সহজবাই ডট কম অথবা প্রডাক্ট প্রস্তুতকারী কোম্পানীর ( যেমন: ওয়াল্টন, ভিশন ইত্যাদী) কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবে। উল্লেখ্য যে, সহজবাই অবশ্যই কাস্টমারকে ওয়ারেন্টি বিষয়ে অত্যান্ত আন্তরিকভাবে সহযোগীতা করবে, এক্ষেত্রে কোন এফিলিয়েটের ওয়ারেন্টি বিষয়ে অনুরোধের কোন প্রয়োজন নেই।
কোন পূর্ব অনুমতি বা নোটিশ ছাড়াই এই চুক্তিনামার যেকোন তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন করার ক্ষমতা আমরা রাখি।