প্রাইভেসি পলিসি কি?

আপনি যখন কোন একটি সাইটে একাউন্ট করেন তখন সেখানে কিছু তথ্য দিতে হয়। যেমন: আপনার নাম, ইমেইল, মোবাইল নাম্বার, জন্মতারিখ, বাসার ঠিকানা ইত্যাদি, কখনো কখনো কোন কোন সাইট আরো বেশি তথ্য সংগ্রহ করে থাকে যেমন, বৈবাহিক অবস্থা, যোগাযোগের তথ্য, আইডি ইস্যু এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ, আর্থিক রেকর্ডস, ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য, মেডিকেল ইতিহাস,  ভ্রমণ সংক্রান্ত তথ্য, পণ্য এবং পরিষেবা অর্জনের উদ্দেশ্য। । এগুলো আপনার ব্যক্তিগত তথ্য। এখন এই ব্যক্তিগত এবং গোপন তথ্যগুলো সেই সাইট কতটুকু গোপন রাখবে, কতটুকু প্রকাশ করবে, দেশের আইনি প্রক্রিয়া মেনে তথ্যগুলো কিভাবে ব্যবহার করবে, কি উদ্দেশ্যে ব্যবহার করবে,  ইত্যাদি বিষয়ে যে  বিস্তারিত ঘোষনা বা বিবৃতি দেয়া হয় সেটাই প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি। 
 

সহজ এফিলিয়েটস প্রাইভেসি পলিসি: 

আমরা জানি যে, আপনি আপনার ব্যক্তিগত তথ্যের ব্যবহার এবং অন্যের সাথে শেয়ার করার ক্ষেত্রে কতটা যত্নশীল।  আপনি আমাদের প্রতি বিশ্বাস রেখে যে তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো এবং আপনার তথ্যগুলো খুব সতর্কতার সাথে ব্যবহার করবো।
এই গোপনীয়তা নীতি সংক্রান্ত বিবৃতিটি ঘোষনা করছে যে কিভাবে Sohojbuy.com এবং Sohojaffiliates.com  সাইটদুটি, ফোন ডিভাইস, পন্য, সেবা, অনলাইন এবং ফিজিক্যাল স্টোর, এপ্লিকেশনের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং কিভাবে তার ব্যবহার করে।
 
সহজবাই এবং সহজএফিলিয়েটস সাইট দুটির পরিষেবা ব্যবহার করে আপনি এই সম্মতি দিচ্ছেন যে, আপনি এই গোপনীয়তার নিতিমালার বিবৃতিতে বর্নিত বিষয়ে আপনি সম্পূর্ন জ্ঞাত এবং আপনি এ বিষয়ে পুরোপরি অনুমতি দিচ্ছেন।
 
 

Sohojaffiliates গ্রাহকদের সম্পর্কে কি কি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে?

আমাদের পণ্য এবং পরিষেবা সরবরাহ এবং ক্রমাগত উন্নত করার জন্য আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি।

 যে ধরনের ব্যক্তিগত তথ্যআমরা সংগ্রহ করি:
  • যে তথ্যগুলো আপনি আমাদর দেন:  সহজ এফিলিয়েটে একাউন্ট খোলা, প্রফাইল আপডেট করা এবং আমাদের পরিষেবা ব্যবহারের সময় আপনি নিজ থেকে যে তথ্য গুলো আপনি আমাদের দিয়ে থাকেন সেগুলো। আপনি চাইলে তথ্যগুলো আপনি আমাদের নাও দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো আমাদের সকল সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার প্রফাইল থেকে কিছু তথ্য আপনি চাইলে প্রকাশিত বা গোপন রাখতে পারবেন।
  • অটোমিটক ইনফরমেশন:  আপনার সহজবাই সংক্রান্ত কিছু তথ্য আমরা অটোমেটিক্যালি সংগ্রহ এবং সংরক্ষন করি। অন্যন্য সাইটের মতো আমরাও কুকিজ "cookies" ব্যবহার করে আপনার ওয়েব ব্রাউজার থেকে কিছু তথ্য সংগ্রহ করি যেন আপনার পছন্দের পন্য ও সেবা আপনার জন্য সহজলভ্য করতে পারি।
  • অন্যান্য উতস থেকে তথ্য:  উপরে উল্লেখিত তথ্যের বাইরে আমরা আরো কিছু তথ্য সংগ্রহ করি, যেমন আমাদের ডেলিভারি ম্যান যখন পন্য ডেলিভারি করে তখন তার থেকে কিছু তথ্য  নেওয়া হতে পারে। এর দ্বারা আপনার প্রদান করা তথ্য সঠিক কিনা যাচাই করা যায় এবং পরবর্তীতে প্রডাক্ট ডেলিভারি  বা সেবা সরবরাহ সহজ হয়।

 

(অসম্পুর্ন)